মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে পরিচালনা বোর্ড সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: কামাল উদ্দিন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব),বোর্ডের সদস্য-অর্থ জনাব শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচালনা বোর্ড সভা শুরুতে পার্বত্য এলাকায় সাবেক সংসদ সদস্য সুদীপ্তা দেওয়ানের প্রথম ত্যুবার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ২০১৫-২০১৬ অর্থ বছরের জুন’১৬ পর্যন্ত তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের সন্তুষ্টি প্রকাশ করে বোর্ডের নির্বাহী প্রকৌশলীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি ২০১৬-১৭ অর্থ বছরের গৃহীত উন্নয়নমূলক কাজের মধ্যে পূর্বে চলমান প্রকল্প/স্কিমসমূহকে গুরুত্ব দিয়ে এর কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের পানির সমস্যা একটা অন্যতম সমস্যা। এই সমস্যা সমাধানে লক্ষ্যে ২০১৬-১৭ অর্থ বছরের নতুন প্রকল্প/স্কিম নেয়া হবে।
এছাড়া সভায় মূল আলোচ্য বিষয়ের মধ্যে গেল ৬ জুন অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের জুন’১৬-এর পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা, আগামী ২০১৬-১৭ অর্থ বছরে উন্নয়ন সহায়তা কোড নং ৫০১০ ও ৭০৩০ এর প্রকল্প বাছাই ও অনুমোদন এবং বিবিধ আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.