সন্ত্রাস ও নৈরাজ্যে ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা

Published: 21 Jul 2016   Thursday   

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে বৃহস্পতিবার রাঙামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি-জামাতজোটের মদদপুষ্ট স্বাধীনতা বিরোধীরা বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের অংশই হচ্ছে গুলশানে জঙ্গী হামলা করে দেশী-বিদেশী নাগরিকদের হত্যাকান্ড চালানো এবং শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার পরিকল্পনা।

 

তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে জঙ্গী হামলাকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ অপশক্তিকে রুখে দিতে প্রতিটি উপজেলাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনগনকে সাথে নিয়ে জঙ্গী ঠেকাও প্রতিরোধ কমিটি করার আহ্বান জানান।

 

জঙ্গিবাদ খতম কর, বাংলাদেশ রক্ষা কর-এ শ্লোগানকে সামনে রেখে জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ত্রান বিষয়ক সস্পাদক আলহাজ জাফর আহমদ, উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, উপ-সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন

 

বক্তব্য রাখেন, রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মানিক দাশ, সদর থানা যুবলীগের সভাপতি মোঃ আবু মুছা, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওহাব খান, কাউখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ, বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফিরোজ আল মাহমুদ, লংগদু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ঝিল্লোল মজুমদার প্রমূখ।

 

সভায় যুবলীগের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। পাহাড়ের বিভিন্ন গহীন অরণ্যে বিভিন্ন অস্ত্রধারীদের অবস্থান রয়েছে। এসব সন্ত্রাসীদের অবৈধ অ¯ত্র উদ্ধার অভিযানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত