বিএনপি`র জ্যেষ্ঠ চেয়ারম্যান তারেক রহমানকে ইংল্যান্ড থেকে ফিরিয়ে এনে এবং উচ্চতর আদালতের রায় কার্যকরের লক্ষে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
শহরের বনরুপাস্থ আলিফ মাকের্ট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সূজন। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক শাসুল আলম,জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, ছাত্রলীগের রাঙামাটির সরকারী কলেজের শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।
এর আগে একটি বিক্ষোভ-মিছিল রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু করে শহরের বনরুপাস্থ আলিফ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন,তারেক রহমান দেশে নানান অপকর্ম করে বর্তমানে ইংল্যান্ডে পালিয়ে রয়েছেন। সে দেশে বসে তিনি দুর্নীতি ও অস্ত্র ব্যবসাসহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার এই পাপের শাস্তি এই বাংলার মাটিতে বিচার করা হবে। দেশে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে ঠিক তেমনিভাবে দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরও বিচার এই দেশের মাটিতে করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.