ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন অপশক্তির কাছে পুলিশ হার মানবে না---আইজিপি

Published: 23 Jul 2016   Saturday   

ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন সন্ত্রাসবাদী অপশক্তির কাছে পুলিশ হার মানবে না বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম. শহিদুল হক। 

 

তিনি আরো বলেন গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে জঙ্গিরা পালাতে পারেনি। আর দুই জন পুলিশের প্রাণের বিনিময়ে শোলাকিয়ায় ঈদ হাহে হাজার হাজার মুসল্লির প্রাণ রক্ষা পেয়েছে। এতে পুলিশের মনোবল আরো বেড়েছে।


তিনি জঙ্গিবাদকে এক নম্বর সমস্যা ধরে নিয়ে দেশে জঙ্গি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর কাজ জোরদার করার আহবান জানান।


শুক্রবার রাতে রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি শফিকুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আলম।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত