রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে যুব সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা

Published: 23 Jul 2016   Saturday   

রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে যুব সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার রাতে জেলা যুব সেনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা নুরুল আল ম হেজাজী। জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবসেনার অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী।

 

জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সহ সাধারন সম্পাদক মাওলানা জসীম উদ্দিন নুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারন সম্পাদক মীর মোঃ হাবিব উল্লাহ, পুলিশ লাইন-আপার রাঙামাটি গাউছিয়া কমিটির সভাপতি মোঃ আবদুল কুদ্দুস, জেলা যুবসেনার সাধারন সম্পাদক মোঃ আলমগীর ও অর্থ সম্পাদক মোঃ মনসুর আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, পিস টিভি ইসলামের মৌলিক বিষয়কে বিকৃত করে মুসলমানদের বিভ্রান্ত করছে আর সন্ত্রাস ও জঙ্গীবাদের উস্কানি দিয়েছে। পিস টিভির বিকৃত প্রচারনায় অনেকেই আজ ভুল পথে পা বাড়িয়েছে। শান্তির ধর্ম ইসলামকে অশান্তির ধর্ম হিসেবে পরিচিতি করানোর অপপ্রয়াস চালিয়েছে। তাই সুন্নী আলেমদের দাবির মুখে সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে।

 

বক্তারা বলেন, একইভাবে স্টার জলসা সহ ভারতীয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মহিলাদের বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সরলমনা মহিলাদের নানা প্রলোভন আর কিশোর-কিশোরীদেরও ভুল পথে পরিচালিত করছে। ফলে সংসারে অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে ক্রমশঃ। তাই পিস টিভির মত স্টার জলসা বন্ধেরও দাবি জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত