শনিবার রাঙামাটিতে সন্ত্রাস,জঙ্গিবাদ নির্মূলে সচেতনতামূলক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বনরুপাস্থ আল-আমিন ইসলামিয়া (ফাজিল) মাদ্রাসার সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা গভানিংবডির সভাপতি, ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ও রাঙামাটি বারের সাবেক সভাপতি এডভোকেট মুক্তার আহম্মেদ।
আল-আমিন ইসলামিয়া (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মোজাদ্দে-ই আল ফেসানীর অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারি ও আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মো.আবদুল আলীম।
বক্তব্য রাখেন,আলা-আমিন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো.জাহাঙ্গীর আলম, মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. ইসমাইল হোসেন,মাদ্রাসার শিক্ষার্থী মো.সাহেদ হোসেন ও হাফেজ মো. আশ্রাফ আলী শিক্ষার্থীর অভিভাবক মো.গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে জঙ্গি বা সন্ত্রাসীদের কোন জাতগোষ্ঠী নেই তারা দেশের শক্র দশের শক্র তাই শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক সবাই মিলে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসীদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য সকলের প্রতি আহবান জানান।
মতবিনিময সভায় বক্তারা কারা সন্ত্রাস ও জঙ্গিবাদের জড়িতদের অনুসন্ধানী পর্যাবেক্ষনের মাধ্যমে তাদের তালিকা করে বিচারের আওতায় আনার জন্য দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.