চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে রাম দাসহ আটক ২

Published: 23 Jul 2016   Saturday   

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে ৬টি রাম দা সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মিকু বড়ুয়া ও সাজ্জাদ।

 

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে কাপ্তাই থানা পুলিশ ও ডিসিএল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি রাম দা উদ্ধার করা হয়েছে।


চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা জানান, বড় ধরনের নাশকতার উদ্দ্যেশ্যে আটক ব্যক্তিরা মিশন এলাকায় প্রবেশ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কাপ্তাই থানা সুত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত