রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে ৬টি রাম দা সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মিকু বড়ুয়া ও সাজ্জাদ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে কাপ্তাই থানা পুলিশ ও ডিসিএল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি রাম দা উদ্ধার করা হয়েছে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা জানান, বড় ধরনের নাশকতার উদ্দ্যেশ্যে আটক ব্যক্তিরা মিশন এলাকায় প্রবেশ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কাপ্তাই থানা সুত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.