সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকোর মৃত্যুতে মঙ্গলবার কাপ্তাইয়ে শোকর্যালী ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র উদ্যোগে বড়ইছড়ি জামে মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিপএনপি’র সাধারণ সম্পাদক মো: দিলদার হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর নাহার বেগম, শ্রমিক দল নেতা রফিকুল আলম সাইফুল, স্বপন, আবুল খায়ের শামশুজ্জামান চৌধুরী রকি, হাফিজ উদ্দিন, কবির হোসেন. মো: লোকমান, জাহাঙ্গীর তালুকদার, জাকির হোসেন, কাজী রাসেল, হযরত আলী সুমন, মোশারফ হোসেন, একরাম হোসেন, আজিজুল হক, একরামুল হক, আনিসুর রহমান, ইকরাম হোসেন বেলাল, সৈয়দ ইসমাইল হোসেন নিজামী, আরমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.