আলীকদমে গ্রীন হিলের সেলাই মেশিন বিতরণ

Published: 24 Jul 2016   Sunday   

বান্দরবান আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্পের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে নির্যাতিত দরিদ্র ও অসহায় উপকারভোগীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

রোববার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন।  এসময় উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান, গ্রীন হিল শিখা প্রকল্পের এলাকা সমন্বয়কারী কুশল চাকমা, মংছিংপ্রু মার্মা, দূর্জয় ত্রিপুরা এবং নিকচন পাল প্রমুখ। পরে প্রধান অতিথি উপকারভোগীদের সেলাই মেশিন বিতরণ করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রীন হিল আলীকদমে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। এই ধারাবাহিকতায় অসহায় দ্ররিদ্র উপকারভোগীদের বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহে সাহায্য করছে গ্রীন হিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত