বিএনপি`র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে রোববার লামায় যুব দল বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে চাইলে পুলিশের বাধায় পন্ড হয়েছে।
জানা গেছে,রোববার লামা উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে ১০ থেকে ১৫ জনের একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় বিক্ষোভ মিছিরে পুলিশি বাধা দিলে তা পন্ড হয়ে যায়।
বিএনপি’র উপজেলা নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শাস্তি দেয়া হয়েছে। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারেক রহমান ন্যায়বিচার পাননি। এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে লামা উপজেলা যুবদল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.