লামায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধায় পন্ড

Published: 24 Jul 2016   Sunday   

বিএনপি`র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে রোববার লামায় যুব দল বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে চাইলে পুলিশের বাধায় পন্ড হয়েছে। 

 

জানা গেছে,রোববার  লামা উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে ১০ থেকে ১৫ জনের একটি বিক্ষোভ মিছিল বের করার  চেষ্টা করে। এসময় বিক্ষোভ মিছিরে পুলিশি বাধা দিলে তা পন্ড হয়ে যায়।


বিএনপি’র উপজেলা নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শাস্তি দেয়া হয়েছে। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারেক রহমান ন্যায়বিচার পাননি। এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে লামা উপজেলা যুবদল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত