রাঙামাটি শহরে ১টি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ আটক ২

Published: 24 Jul 2016   Sunday   

রোববার রাতে রাঙামাটি শহরের সুপিয়া হোটেলের সামনে থেকে ১টি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। 

 

পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ আজ রোববার রাত ১০টার দিকে রাঙামাটি শহরের পৌর মার্কেটস্থ সুপিয়া হোটেলের সামনে থেকে পুলিশ রুবেল ও হাকিম নামের দুই যুবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী পিস্তল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


রাঙামাটির কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গোপণ সংবাদের ভিত্তিতে একটি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত