রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: 27 Jul 2016   Wednesday   

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জুলাই মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকম। জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার তাপস শীল, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকম,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার তাপস শীল জানান, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে।

 

পুলিশ প্রশাসনের প্রতিনিধি সভায় বলেন, জেলার যে কোন স্থান থেকে বিগত কয়েক মাস কিংবা বছর ধরে কোন পরিবারের সন্তান নিখোঁজ থাকলে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করার জন্য অনুরোধ জানান। 

 

রাঙামাটি চেম্বার অব কমার্সের প্রতিনিধি বলেন, জেলার কিছু অবৈধ দখলবাজদের কারণে দিন দিন সৌন্দর্য হারাতে বসেছে। দ্রুত এই দখলবাজদের উচ্ছেদে পদক্ষেপ গ্রহনের জন্য তিনি পরিষদ ও প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করেন।

 

রাঙামাটি পৌরসভার কাউন্সিলন জানান, বন বিভাগ, টিএন্ডটি ও প্রশাসনের সহযোগিতায়  শহরের বনরুপা চৌমোহনীতে সিএনজি স্টেশন করার জন্য রাস্তা প্রসস্থ করা হচ্ছে। খুব শীর্ঘ্রই কাজ সম্পন্ন হবে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধকালীন সময়ে বিএফডিসির পাশাপাশি নৌ পুলিশ কাজ করছে। এ পর্যন্ত এক টন অবৈধ কাঁচা মাছ জব্দ করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জেলায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারনা জোরদার ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে মাধ্যমিক স্কুল ও কলেজে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী সভার আয়োজন করা হবে।

 

 

তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রচারণা ও মসজিদের ইমামদের জঙ্গী বিরোধী বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে হবে। এর ফলে জঙ্গীবাদ সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে নৈতিবাচক মনোভাব সৃষ্টি হবে। তিনি অভিভাবকদেরও নিজ নিজ সন্তানদের প্রতি নজর রাখারও পরামর্শ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত