কাপ্তাইয়ে জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: 27 Jul 2016   Wednesday   

বুধবার কাপ্তাইয়ে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) উদ্যোগে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালীর  আয়োজন করা হয়েছে। 

 

কাপ্তাই ১৯ বিজিবি  সদর দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৯ বিজিবি`র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান।

 

সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা কৃ্ষি কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মার্মা, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা:প্রবীর খিয়াং,সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সাংবাদিক কবির হোমেন সাংবাদিক ঝুলন দত্ত প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান। এসময়  স্থানীয় জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক,ছাত্র  ছাত্রী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র‌্যালী কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

 মতবিনিময়  সভায় বক্তারা সমাজ থেকে জঙ্গীবাদ দমনে সকলকে   সচেতন হয়ে একযোগে কাজ করার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত