লামায় কামরুল হাসানের হত্যাকারীকে ফাসির দাবীতে বুধবার এলাকাবাসী মানববন্ধন করেছে।
লামা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লামা সর্বস্তরের প্রায় ৩শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় নিহত কামরুলের বাবা, মা ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আসে। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আসামী জোহর আলীর ফাসির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গেল ১২ জুলাই লামা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেগুনঝিরি এলাকায় জোহর আলী (৩০) নিজের ভাতিজাকে কুপিয়ে জখম করলে রাতে চমেক হাসপাতালে তিনি মারা যান। অভিযুক্ত আসামী জোহর আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন।
আটক জোহর আলী ও নিহত কামরুল হাসানের বাবা আলী আকবর সৎ ভাই। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলাও রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.