বরকলে আইন-শৃংখলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা

Published: 28 Jul 2016   Thursday   

বৃহস্পতিবার বরকল আইন-শৃংখলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত  উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। এছাড়া আইন শৃংখলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম ।

 

পৃথক দুটি সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেমায়েত আলম,বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল মডেল থানার এস আই সালাউদ্দিন, সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান শ্যামরতন চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, বরকল ২২ বিজিবির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলা চেয়ারম্যান মণি চাকমা ও  ইউএনও মাহাবুব আলম উপজেলার বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ  করেন। তবে আগামী দিনে সন্ত্রাস ও নাশকতা যাতে এ উপজেলায় কেউ করতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তারা। 

 

সভায় বক্তারা সুবলং বাজার ও ছোটহরিণা বাজারে যারা দেশীয় চোলাই মদ উৎপাদন ও বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং আগাছা দমনের কীটনাশক ঔষধ বাজারে যত্রতত্র পাওয়া যাচ্ছে সেই ঔষধ খেয়ে উপজেলায় যে দিন দিন প্রাণহানির ঘটনা বাড়ছে সেই ব্যাপারে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় তার দাবী  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত