বিলাইছড়িতে ইয়াবাসহ আটক ২

Published: 28 Jul 2016   Thursday   

রাঙামাটির বিলাইছড়িতে ১৭০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,মো.রুবেল হোসেন (২২) ও মামুনী আক্তার (২৬)।

 

জানা যায়, গেল বুধবার কাপ্তাই থেকে আসা যাএীবাহী একটি ইঞ্জিন বোট গাছ কাটাছড়া আর্মিক্যাম্প চেক পোস্টে পৌঁছলে সেনাবাহিনী সদস্যরা তল্লাশী চালান। তল্লাশীর এক পর্যায়ে তাদের কাছ  থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিলাইছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

 

সূত্র জানায়, আটককৃতরা  চন্দ্রঘোনা থেকে ইয়াবাগুলো কিনে কাপ্তাই হয়ে ইঞ্জিন বোটে করে বিলাইছড়ি নিয়ে যাচ্ছিল।

 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা বলেন,আটককৃতরা দীর্ঘ দিন ধরে বিলাইছড়ি সদরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত