রাঙামাটির রিজার্ভ বাজারে আগুনে ৪দোকানসহ ৮টি বসতঘর পুড়ে গেছে

Published: 30 Jul 2016   Saturday   

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকায় অগ্নিকান্ডে ৪টি দোকানসহ ৮বসত ঘর ভস্মিভূত হয়েছে। তবে ফায়ার সার্ভিস দাবী করেছে ৪টি বসতঘর পুড়ে গেছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়,শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের রিজার্ভ বাজারস্থ শুটকিপট্টি এলাকায় একটি ঘরের রান্নার চুলার থেকে আগুনের সূত্রপাট ঘটে। এতে মহুর্তে মধ্যে আগুনের চারিদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকানসহ অন্তত ৮টি বসত ঘর সম্পূর্ন পুড়ে যায়। দোকানগুলোতে শুকনো হলুদ মজুদের ও সয়াবিন তেল মজুদ রাখা ছিল।

 

ঘটনার পর পর স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী দাবি করেছেন এ অগ্নিকান্ডে কারণে প্রায় অর্ধকোটি টাকার মালামালের ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।


এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটির সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন, অগ্নিকান্ডে ৪টি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় কেউই হতাহত হয়নি। এতে মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩লাখ টাকা এবং মালামাল উদ্ধার হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত