বান্দরবানে নিরীহ গ্রামবাসীদের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেএসএস

Published: 30 Jul 2016   Saturday   

বান্দরবানে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে  নিরীহ গ্রামবাসীদের গ্রেফতার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) বান্দরবান জেলা কমিটি। উক্ত গেফতারকৃত গ্রামবাসীদের অবিলম্বে মুক্তির দাবিও  জানিয়েছে জেএসএস।

 

শনিবার বিভিন্ন গণমাধমে পাঠানো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যবামং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তা দাবী করা হয়, গেল ২৬ জুলাই সন্ত্রাসী গ্রেপ্তারের নামে আইন-শৃংখলাবাহিনী  বান্দরবান জেলার সদর উপজেলাধীন কুহালং ইউনিয়নের আমতলী, খৈয়াতলী পাড়া ও কোলাক্ষ্যং পাড়ায় অভিযান চালিয়ে নিরীহ চার  গ্রামবাসীকে গ্রেফতার করে। তাদের মধ্যে আমতলি পাড়ার অধিবাসী শৈমংসিং মারমা ও কোলাক্ষ্যং পাড়ার অধিবাসী গঞ্জু চাকমা নামে দুইজনকে ছেড়ে দিলেও কোলাক্ষ্যং পাড়াস্থ সুরেশ চাকমা ও  শ্যামল তঞ্চঙ্গ্যা (৩৭)  কে ছেড়ে দেয়নি। সুরেশ চাকমা রাঙামাটির বরকল  থেকে তার শশুর বাড়ি বেড়াতে এসেছিলেন।  মংপু মারমার  অপহরণ মামলার এজাহারভুক্ত না হলেও তাদেরকে উক্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা নিরীহ গ্রামবাসী, তারা জনসংহতি সমিতির সদস্যও নয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে অব্যাহতভাবে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের হয়রানি, নির্যাতন, গ্রেফতারর ও মিথ্যা মামলায় জড়িতকরণ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত