রাঙামাটির কাপ্তাইয়ে গেল শুক্রবার জামায়াত নেতাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা কলাবাগান ইসলামী পাঠাগার থেকে জামায়াত নেতাসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এরা হলেন আবদুল্লাহ ডেকোরেটরের মালিক ও জামায়াত নেতা লোকমান হোসেন, আবদুল্লাহ আল মামুন, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বষের ছাত্র ইলিয়াছ রাফি, ৩য় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম । এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও সরকার বিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা হয়েছে। আসামীদের শনিবার রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.