কাপ্তাইয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের জঙ্গি বিরোধী মানববন্ধন

Published: 31 Jul 2016   Sunday   

দেশ জুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদী কার্যক্রমের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের দাবীতে রোববার কাপ্তাইয়ে মানববন্ধন ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়


ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাপ্তাই শাখার উদ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ। শপথবাক্য পাঠ করান কাপ্তাই শ্যাখার সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আশীষ কুমার দত্ত, মোঃ জোবায়ের রহমান, মোঃ আলমগীর, জেইশন চাকমা, মোঃ আমির হোসেন, কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক আবদুল হক, মোঃ জাহাংগীর আলম, মাহফুজুর রহমান ভুইয়া,আনম নজরুল ইসলাম, নাজির মোঃ খান সহ কেপিএম, পিডিবি, সুইডেন পলিটেকনিকের বিপুল সংখ্যক  ডিপ্লোমা প্রকৌশলীরা।


বক্তারা বলেন, এক সাগর রক্ত ও বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশেরে অগ্রগতি আজ সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী ও অপশক্তিদ্বারা বাধাগ্রস্থ হচ্ছে। দেশী-বিদেশী মুসলিম, হিন্দু, খ্রিষ্টান বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মাধ্যমে বিদেশী নাগরিকসহ নিরপরাধ মানুষ এবং পুলিশ হত্যার মাধ্যমে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করা হচ্ছে। জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের এ ধরনের অপচেষ্টা দেশের আপামর জনসাধারণ রুখে দিতে বদ্ধ পরিকর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত