বান্দরবানে নূরুল কবির হত্যার ঘটনায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Published: 31 Jul 2016   Sunday   

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নূরুল কবিরকে অপহরণের পর হত্যার ঘটনায় ছয় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। তবে মামলায় অপর অভিযুক্ত পাড়া কার্বারীকে (পাড়া প্রধান) খালাস দিয়েছেন আদালত। রোববার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ  জজ মো: শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। 

 

অভিযোগের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় গরু চড়াতে গিয়ে মো: নূরুল কবির অপহৃত হন। পরে অপহৃতের ভাই বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যার মামরা দায়ের করেন। অপহরণের পর অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপনও চাওয়া হয়। অপহরণকারীরা অপহৃতকে গলা কেটে ত্রিশটিলা নামক স্থানে মাটিতে পুতে রেখে দেয়। মামলার গ্রেফতারকৃত আসামী উবাচিং মার্মা ও মো: রেজাউলের স্বীকারোক্তিতে ত্রিশটিলা নামক পাহাড়ের ঢাল থেকে অর্ধগলিত গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।  দীর্ঘ ৫ বছর বিচার কার্য্য  শেষে এ রায় প্রদান করা হয়েছে। 


আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নূরুল কবিরকে অপহরণের পর হত্যার ঘটনার মামলাটি রোববার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: শফিকুল ইসলাম এর আদালতে তোলা হয়। এতে দোষী হিসেবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ছয় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, উবাচিং মার্মা (৩০), সাচিমং ওরপে সাচিংপ্রু মার্মা (২৬), মো: রেজাউল (২৯), মংহ্লাচিং মার্মা (২৭)। অভিযুক্ত পলাতক আসামী উমাপ্রু ওরপে উ মং প্রু মার্মা (২২) ও উক্যহ্লা মার্মা (২৭)। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাড়া কার্বারী উচামং মার্মাকে (৪৫) খালাস দিয়েছেন আদালত।


এদিকে, ভিকটিমের ভাই মামলার বাদী মো: নূরুল আলম মাষ্টার আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যাবজ্জীবন না দিয়ে ফাঁসির রায় দেওয়া হলে খুঁশি হতাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত