সবুজ সীমান্ত এ শ্লোগানে বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে সোমবার বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
খাগড়াছড়ি বিজিবি সেক্টর’এ এই কর্মসুচীর উদ্বোধন করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি। এ সময় সেক্টর জিএসও (অপারেশন)- ২ মেজর মো: রবিউল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবির খাগড়াছড়ি সেক্টর ও খাগড়াছড়ি,পানছড়ি,মারিশ্যা,বাবুছড়াসহ ৫টি ব্যাটালিয়নের মাধ্যমে ব্যাটালিয়ন সদর ও ব্ওিপিতে (বর্ডার আউটপোষ্ট) ফল,ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছ লাগানো হবে।
সেক্টর কমান্ডার পরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচীরও উদ্বোধন করেন। এ কর্মসুচীর আওতায় খাগড়াছড়ি সেক্টর পুরো জেলায় তাদের নিজস্ব পুকুর ও লেকে রুই,কাতলা ,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৫শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয় ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.