জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসার আহবান জানানোর মধ্যে দিয়ে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় সহ সারাদেশের তথ্য অফিস একযোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী লিফলেট প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে জঙ্গীবিরোধী লিফলেট প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা রেষ্ট হাউজে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বককর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম। বক্তব্যে রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, খতিব আবু বক্কর সিদ্দিক,এএসআই যশ চাকমা, মার্কেটিং অফিসার মোস্তাক আহমদ, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর তমা চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, বিআরডিবি কর্মকর্তা জলীরানী দাশ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মের নামে নির্বিচারে মানুষ হত্যা, সন্ত্রাসী কার্যক্রম চালানো, দেশের আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে জঙ্গীবাদের নামে দেশের শান্তি ও উন্নতি বিঘ্ন ঘটিয়ে জঙ্গীবাদ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী। তাদের এ স্বপ্ন কখনোই বাস্তবতা পাবে না, দেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধে আজ সোচ্চার হয়ে উঠেছে। দেশবাসী জঙ্গীবাদ প্রতিরোধে বদ্ধপরিকর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.