কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হাছেন আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।
বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, ইন্সট্রাক্টর তমা চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হাছেন আলীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.