আগামী ১০ আগষ্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫ সংগঠন

Published: 03 Aug 2016   Wednesday   

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন ২০১৬ মন্ত্রী সভায় অনুমোদনের প্রতিবাদে ও বাতিলের দাবিতে আগামী ১০ আগষ্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদসহ পাঁচ সংগঠন।

 

অন্য সংগঠনগুলো হল, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ।

 

বুধবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের আহ্বান করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশন আইন ২০১৬ মন্ত্রী সভায় অনুমোদনের প্রতিবাদে গেল মঙ্গলবার ঢাকায় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পার্বত্য সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খানসহ পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ পাঁচ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


সভায় পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ মন্ত্রীসভা কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়া বাকী সদস্যরা পাহাড়ীদেও মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এতে করে বাঙালীদের কোন প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্টগ্রামে শতকরা ৪৮ ভাগ বাঙালী ন্যায় বিচার নিশ্চিত হবে না। বাঙালীরা তাদের ভূমি অধিকার হারাবে। পার্বত্য বাঙালীরা এই আইন কখনোই মেনে নেবে না। রক্ত দিয়ে হলেও এই আইন প্রতিহত করার হুমকি দেন নেতৃবৃন্দ।


সভায় পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিল ও ভূমি কমিশনের গঠিত কমিটিতে বাঙালী প্রতিনিধি নিয়োগের দাবিতে আগামী ১০ আগস্ট রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষনা করা হয়। এছাড়া একই দাবিতে কাল(বৃহস্পতিবার) ঢাকায় প্রেস ক্লাবে মানবন্ধন, আগামী ৮ আগষ্ট তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষনা করা হয়।


উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেয়। ভেটিং শেষে মন্ত্রী সভায় চুড়ান্ত অনুমোদনের পর আইনটি সংসদে যাবে। তবে সংসদ যেহেতু দুই মাস পরে বসবে তাই জরুরী বিবেচনায় অধ্যাদেশ আকারে জারি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত