লামায় জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতি সভা

Published: 03 Aug 2016   Wednesday   

লামায় জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতি সভা করেছে লামা উপজেলা প্রশাসন।

 

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।


প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, লামা থানা সেকেন্ড অফিসার জাহেদ নূর, সাংবাদিক প্রিয়দর্শি বড়–য়া, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ।


সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, বিগত বছরের কর্মসূচী সাথে সামঞ্জস্য রেখে এবারও নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সর্বোচ্চ শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে।

 

শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, বঙ্গুবন্ধু পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এতিমখানা ও হাসপাতালে ভাল খাবার পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর পরিচিতি, বর্ণাঢ্য জীবন, বাংলাদেশের প্রতি তার অবদান উল্লেখ করে আলোচনা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত