বিদ্যুৎ বিভাগকে কোম্পনীতে রুপান্তরের প্রতিবাদে কাপ্তাইয়ে প্রতিকী অনশন

Published: 03 Aug 2016   Wednesday   

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তর, শ্রম আইনের আওতা বহির্ভুত রাখা, ও কর্পোরাইজড করার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার কাপ্তাইয়ে পিডিবি’র শ্রমিক-কর্মচারীরা প্রতিকী অনশন ধর্মঘট পালন করেছেন।                                                                                               

 

কাপ্তাইয়ে পিডিবি’র ব্যবস্থাপকের দপ্তর প্রাঙ্গনে শ্রমিক লীগ সিবিএ (রেজিঃ নং ১৯০২) এর আহবানে এ প্রতীক অনশন কর্মসুচীতে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি তাজুল ইসলাম।  বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল ওহাব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুল আহাম্মদ, এরশাদুল কবির, মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, সহ সভাপতি আবদুর রশিদ, মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোনশেদুল ইসলাম। বুধবার সকাল ৯টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত এ অনশন কর্মসুচী পালিত হয়।   

 

অনুষ্ঠান শুরুতে জাতীয় শোকের মাস হিসেবে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরন করা সকলের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া করা হয়।

 

প্রতীক অশন চলাকাল সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে রংপুর ও রাজশাহী জোনকে কোম্পানীতে রুপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। । তারা এর তীব্র প্রতিবাদ জানায়। এ প্রক্রিয়া বন্ধ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেওয়া হয়। সেসাথে বিদ্যুৎ থাতকে কোম্পানীতে রুপান্তর বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত