২১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

Published: 04 Aug 2016   Thursday   

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী ২১ আগষ্ট থেকে পুনরায় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে।

 

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাছ শিকার চালুর উপর এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জাইম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, বিএফডিসির উর্ধতন কর্মকর্তা মোঃ মাসুদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় রাঙামাটি সদর, কাপ্তাই, লংগদুসহ বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ী ও এলাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

সভায় সব কিছু বিবেচনা করে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবং হ্রদের অবমুক্ত করা মাছের পোনা গুলোর কথা চিন্তা করে আগামী ২১ আগষ্ট মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের ওপর গত ১২ মে মধ্যরাত থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ  ঘোষনা করে  জেলা প্রশাসন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত