রাঙামাটিতে বিদ্যুৎ কর্মচারি কর্মকর্তাদের বিক্ষোভ

Published: 08 Aug 2016   Monday   

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে পরিণত করার প্রতিবাদে সোমবার অবস্থান ধর্মঘট, দাপ্তরিক কার্যক্রম বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারিরা।

 

রাঙামাটির বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনের সামনে বিউবো শ্রমিক কর্মচারি কর্মকর্তা ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রতন, সাধারণ সম্পাদক এরশাদুল হক, রূপেন সাহা, ফেরদৌস ওয়াহিদ, মোজাম্মেল হক,রাশেদুল হক খোকন প্রমূখ।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশী বিদেশী চক্রান্তের মাধ্যমে লাভজনক এই বিভাগকে লোকসান দেখিয়ে কোম্পানী করার অপচেষ্টা করা হচ্ছে, যা কোনভাবেই মেনে নেয়া হবে না। কোম্পানীকরণের চেষ্টাকে জীবন দিয়ে প্রতিহত করা হবে।

 

 

সমাবেশে বক্তারা এই দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হবে বলে হুমকি দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত