রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন পত্রে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের অপসারনের দাবীতে সোমবার বিক্ষোভ সমাবেশ ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
সমাবেশ থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সংশ্লিষ্ট শিক্ষা অফিসার ও শিক্ষকদের ২৪ঘন্টার মধ্যে অপসারনের আল্টিমেটাম দেন।
এদিকে এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গঠিত তদন্ত কমিটি আগামী ১৬ আগষ্ট তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন পত্রের ৪১ নং প্রশ্নে স্বাধীনতা যুদ্ধে অবিসংবাদিত নেতা হিসাবে কোন নামটি যথার্থ? উত্তর পত্রে (ক) জিয়াউর রহমান (খ) জেনারেল ভূট্টো, (গ) ইসতিয়াক আহম্মদ, (ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ-এর পরীক্ষা রোববার বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
সূত্র জানায়,ওই উত্তর পত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কোথাও উল্লেখ করা হয়নি। এতে কোমলমতি শিক্ষার্থীরা যেমন ইতিহাস বিভ্রান্তিতে পড়েছে তেমনি এক শ্রেণীর লোক তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে এ ঘৃণীত কর্মকান্ড করা হয়েছে।
এদিকে, এ বিষয়টি নিয়ে উজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিন্টু চাকমা সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তাকে প্রশ্ন পত্র তৈরি করে উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
সেই অনুযায়ী তিনি উপজেলার প্রাথমিক স্কুলের শিক্ষকরা তাদের প্রশ্ন পত্র তৈরি করে জমা দিয়েছেন। প্রশ্ন পত্র ছাপার কাজ করে উপজেলা শিক্ষা অফিসের। উপজেলা শিক্ষক সমিতির মধ্যে থেকে কোন শিক্ষক এ ধণের বিভ্রান্তমূলক প্রশ্ন জমা দেননি বলে তিনি দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ঘটনায় ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৬ আগষ্টের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সংশ্লিষ্ট শিক্ষা অফিসার ও শিক্ষকদের ২৪ঘন্টার মধ্যে অপসারনের দাবীতে সোমবার উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ-মিছিলটি উপজেলা চৌমহনী থেকে শুরু করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সূজিত চক্রবর্তী।
বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর শুক্কর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ পারভেজ,পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ও কাচলং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা ইতিহাস বিকৃতিকারীদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.