বাঘাইছড়িতে প্রশ্ন পত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে জেলা ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ

Published: 08 Aug 2016   Monday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন পত্রে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে  জেলা ছাত্রলীগ।

 

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস না জানিয়ে ভূলভাবে শিক্ষাদানের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনে পক্ষ থেকে। 

 

সোমবার ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন টিপু’র স্বাক্ষরিত এক প্রেস  বার্তায় বলা হয়,  বাঘাইছড়ি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় সমূহের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ৪র্থ শ্রেনীর “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” নামক বিষয়টির প্রশ্ন পত্রের ৪১ নং প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পুরো অর্জনকেই ভূলন্ঠিত করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস বিকৃতমূলক তথ্য শিক্ষা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

 

 প্রেস বার্তা বলা হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে উদ্দেশ্যমুলক ও সুপরিকল্পিতভাবে ভুল ব্যাখা করে প্রশ্নপত্রের ৪১ নাম্বার প্রশ্নে স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে কোন নামটি যথার্থ ? (ক,খ,গ,ঘ) এই চারটি অপসনের মধ্যে যথাক্রমে : জিয়াউর রহমান, জেনারেল ভূট্টো, ইসতিয়াক আহম্মদ ও মুহাম্মদ আলী জিন্নাহ’র নাম উল্লেখ করা হয়েছে।

 

প্রেস বার্তায় এই ঘৃন্য ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্নপত্র তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুল ব্যাখার অভিযোগে জড়িত সংশ্লিষ্টদের  শাস্তি ও বিচারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত