লামায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

Published: 09 Aug 2016   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে লামায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

 

“আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনেরেখে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মাঠে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অংথিং। আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির লামা শাখার আহবায়ক ও জেএসএস লামা উপজেলা শাখার সভাপতি অংগ্য মং মার্মার সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেএসএস লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার আসাম, সহ-সম্পাদক চংপাত  ম্রো, পাহাড়ী ছাত্র পরিষদ লামা শাখার সাধারণ সম্পাদক উথোয়াইছা মার্মা, পিসিপি মাতামুহুরী ডিগ্রী কলেজ শাখার সদস্য মংচিং মার্মা  প্রমূখ।

 

এর আগে  একটি র‌্যালি লামা পালিটোল থেকে বের হয়ে লামা বাজারের পৌর শহর প্রদক্ষিণ শেষে বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে মাতামুহুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অংথিং বলেন, শিক্ষা ছাড়া অধিকার আদায় সম্ভব নয়। সুশিক্ষিত হয়ে অধিকার আদায়ে নামতে হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পাহাড়ী ও সমতল অঞ্চলের বিভিন্ন আদিবাসী সংগঠন। আদিবাসীদের দাবি এখন পর্যন্ত এড়িয়ে চলেছে সরকার। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও সরকার কখনও রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস উদযাপন করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত