আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি তথ্য ও প্রচার সম্পাদক মংচিংহ্লা মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার যৌথ উদ্যোগে মহিলা কলেজ রোড রাজ্যমনি পাড়াস্থ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্বত্যাঞ্চল শাখার খাগড়াছড়ির সমন্বয় চাইথোয়াই মারমা। বিএমএসসি জেলা শাখা সাধারণ সম্পাদক চাইখোয়াই মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্যচিং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কলেজ শাখা সাংগঠনিক সম্পাদক সুমেন ত্রিপুরা, স্টেলিন চাকমা, বিএমএসসি জেলা শাখা সভাপতি চাইহ্লাউ মারমা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েকশত আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে একটি একটি বিক্ষোভ মিছিল রাজ্যমনি পাড়া থেকে শুরু করে টিটিসি মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা পাহাড় ও সমতলে আদিবাসীদের শিক্ষা,সংস্কৃতি, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.