পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে শান্তিপূর্নভাবে হরতাল চলছে

Published: 10 Aug 2016   Wednesday   

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫ সংগঠন এ হরতালের ডাক দেয়।

 

সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাঙামাটি শহর থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলা শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা উদ্দেশ্য ছাড়েনি। হরতালের কারণে শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। সকালের দিকে শহরের কয়েকটি স্থানে হরতাল সমর্থনকারীরা অবস্থান নিয়ে পিকেটিং ও রাস্তায় টায়ার জ্বালিয়েছে। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম জানান, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে সকাল থেকে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, এই আইনের কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়া বাকী সদস্যরা পাহাড়ীদের মধ্যে  থেকে নিয়োগ  দেওয়া হয়েছে। এতে করে বাঙালীদের  কোন প্রতিনিধি না থাকায় পার্বত্য চট্টগ্রামে বাঙালীদেের ন্যায় বিচার নিশ্চিত হবে না। বাঙালীরা তাদের  ভূমি অধিকার হারাবে। 

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, সকাল থেকে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গেল ১ আগষ্ট মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে এ আইনটিতে ২৩টি সংশোধনীর প্রস্তাব করা হয়। দীর্ঘ পর্যালোচনা শেষে ১৪টি সংশোধনী অনুমোদন করে মন্ত্রী সভা। ভেটিং শেষে মন্ত্রী সভায় চুড়ান্ত অনুমোদনের পর আইনটি সংসদে যাবে। তবে সংসদ যেহেতু দুই মাস পরে বসবে তাই জরুরী বিবেচনায় অধ্যাদেশ আকারে জারি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত