বৃহস্পতিবার ফের রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

Published: 10 Aug 2016   Wednesday   

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইনের অধ্যাদেশ আকারে জারির প্রতিবাদে কাল বৃহস্পতিবার ফের রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

 

পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫টি বাঙালী সংগঠন এ হরতালের ডাক দেয়।


বুধবার পার্বত্য গণ পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে পার্বত্য গণ পরিষদের মহাসচিব আলকাছ আল মামুনের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য গনপরিষদের সাংগঠনিক সম্পাদক পাভেজ তালুকদার, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম খান, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ঢাহা মহানগর শাখার সভাপতি শাহাদাত ফরাজি সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইন বাতিল না করে মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করার প্রতিবাদে কাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


সভায় নেতৃবৃন্দ ভূমি কমিশনের সংশোধনী আইনটি গেজেট আকারে প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ আইন বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।


এদিকে, সংশোধিত ভুমি কমিশনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সংশোধীত কমিশন আইনটি গত ৮আগস্ট মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণের দায়িত্ব ভুমি মন্ত্রনালয়ের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত