বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে লামায় মানববন্ধন

Published: 14 Aug 2016   Sunday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে রোববার লামায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

লামা উপজেলা পরিষদ কার্যালয় চত্বরের সামনে প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে লামা উপজেলা, শহর ও লামা মাতামুহুরী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে লামা উপজেলার ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভাপতিত্বে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, ছাত্রলীগ নেতা মংক্যহ্লা মার্মা, পৌরসভাপতি মো. শাহীন, লামা মাতামুহুরী সরকারী ডিগ্রী কলেজের সভাপতি মো. সাদ্দাম হোসেন সহ ছাত্রলীগের নেতা-কর্মী প্রমূখ।

 


প্রধান অতিথি লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত