অপহৃত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তংচংগ্যার পরিবারের মানবেতর জীবন যাপন

Published: 05 Feb 2015   Thursday   
ছবি শান্তনা চাকমা

ছবি শান্তনা চাকমা

রাঙামাটি জেলা কৃষকলীগ ও আ’লীগ নেতা অপহৃত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তংচংগ্যার পরিবার মানবেতর জীবন যাপন করছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী শান্তনা চাকমা সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করতে গিয়ে মারাত্মক হিমষিম খাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের লেখাপড়া মাঝ পথে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

অপহৃত অনিল তঞ্চঙ্গ্যার মেঝো ছেলে নান্টু বিকাশ তংচংগ্যার জানান, ১০ জানুয়ারী ২০১২ সালে দেবতাছড়ি নামক এলাকা হতে তার পিতা অনিল চন্দ্র তংচংগ্যার দুষ্কৃতিকারীরা অপহরণ করে। এরপর থেকে তার কোন হদিস নেই। পরিবারের ধারণা তাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। তাকে অপহরণের পর তার হদিস করতে গিয়ে টাকা পয়সা সব শেষ হয়ে আর্থিক অনটনে পড়েন তারা। একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা অপহৃত হওয়ার পর আমরা কোন কিছুই পাইনি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় তার বড়ভাই ঝন্টু বিকাশ তংচংগ্যার বেসিক ব্যাংকে একটি চাকরি পায়। তার চাকরির আয় দিয়ে বর্তমানে তাদের সংসার চলছে।

 

নান্টু আরও জানান, সে টেক-এভিয়েশনে ইন্টার্নী কোর্স সম্পন্ন করার পর বিমানে আরও একটি পরীক্ষা বাকি রয়েছে । পরীক্ষার ফি মোটা অংকের অর্থ পরিশোধ করতে না পারায় সে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছেন না। একইভাবে তার ছোট বোন প্রিয়াংকা তংচংগ্যার ব্যাচেলর অফ সোস্যাল সাইন্সে ডিগ্রী নেওয়ার পর আর্থিক অনটনের কারণে উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় মাঝ পথে তাদের শিক্ষা ব্যবস্থা বন্ধের উপক্রম হয়েছে।

 

নান্টু ক্ষোভের সাথে বলেন, মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার পরিবার হিসেবে আমরা সরকারী সুযোগ-সুবিধা বলতে তেমন কিছু পায়নি। বর্তমান সরকার গঠনের পর রাঙামাটি সংরক্ষিত মহিলা সাংসদের পদটি আমার মাকে দেওয়ার কথা ছিল। কিন্তু কথিপয় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে উক্ত পদটি থেকেও আমার মাকে বঞ্চিত করা হয়। একইভাবে বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদটি আমার মা শান্তনা চাকমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এপদটিও যাতে তিনি না পায় তার জন্য ষড়যন্ত্রকারীরা পুনরায় তৎপর হয়ে উঠেছে। একজন মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার সন্তান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি যাতে জেলা পরিষদের উক্ত পদে শান্তনা চাকমাকে নিযুক্ত করা হয়।

 

 এ ব্যাপারে শান্তনা চাকমার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা অনিল চন্দ্র তংচংগ্যার স্ত্রী হিসেবে আমি উক্ত পদ পাওয়ার আশাবাদি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত