পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটি বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ

Published: 18 Aug 2016   Thursday   

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যায়ল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ। বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার  সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যো বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউছুপ, সরোয়ার প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের কাঠাঁলতলীস্থ বাঙ্গালী ছাত্র পরিষদের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে গিয়ে  শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন পাশ করে পার্বত্য এলাকা থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার জন্য সরকার একটি মরণাস্ত্র তুলে দিয়েছে। এই আইনের কারনেই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কয়েক লাখ বাঙ্গালী পরিবার তাদের নিজস্ব ভূমি হারাবে।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিলের দাবি জানান। অন্যথায়  কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অচল করার হুমকি  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত