রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 18 Aug 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিব সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে জেনারেল হাসপাতালে ১৮জন ডাক্তার কর্মরত আছেন যার মধ্যে ৭জন বিভিন্ন বিষয়ের কনসালটেন্ট। এছাড়া শুন্য ডাক্তার ও নার্সের পদ পূরণের লক্ষে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

 

সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সদর উপজেলাধীন দক্ষিণ কুতুকছড়ি ও পাকুজ্যাছড়ি আবাসিক বিদ্যালয় ভবন ও সংলগ্ন আবাসিক হোস্টেল পুনর্নির্মাণ এর জন্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন না করার লক্ষ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্লেকার্ড টাঙ্গানো হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জানান, চলতি মাসে শিল্পকলা একাডেমীর উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে।

 

 সভাপতির বক্তব্যে জেলা পরিষদ  চেয়রম্যান বৃষকেতু চাকমা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, এর থেকে মুক্তি পেতে হলে সবাইকে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির উর্ধে উঠে এ জেলা তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

 

তিনি আরো বলেন, এ পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে। ভবিষ্যতেও স্বচ্ছতার সাথে কাজ করে যাবে। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসন যদি সমন্বয় রেখে এ জেলার উন্নয়নে একসাথে কাজ করে তাহলে এ জেলা আগামীতে একটি মডেল জেলা হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত