রাঙামাটি জেলায় সরকারি কর্মকর্তাদের মাঝে ৭০টি ট্যাবলেট পিসি বিতরণ

Published: 05 Feb 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সরকারি কর্মকর্তাদের মাঝে ৭০টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাবলটে পিজি বিতরণ করেন। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানভীর আজম সিদ্দিকী, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দিন বদলের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সরকার ই-গর্ভনেন্স সিষ্টেমের দিকে ধাবিত হচ্ছে সরকার। তাই দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরকে একটি ডিজিটাল ফ্রেমে এনে আরো দ্রুতগতিতে কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে রাঙামাটি জেলায় ৭০জন সরকারি কর্মকর্তাকে বিশেষ প্রযুক্তি সম্পন্ন পারসোনাল পিসি ট্যাব প্রদান করা হচ্ছে। সরকারি সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে এই উদ্যোগ সময়োপযোগী বলে তিনি মন্তব্য করেন।

 

উল্লেখ্য,রাঙামাটি জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৭০ জন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভামেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় চীনের তৈরি হুয়াই ব্র্যান্ডের ট্যাবলেট ৭০টি বিশেষ ধরনের ট্যাব সরবরাহ করা হয়। এটির মাধ্যমে দেশের সরকার প্রধানের সাথে ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন স্থান থেকে নিজের দপ্তরে কর্মকান্ড পরিচালনা করতে পারবেন সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্তাগণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত