কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Published: 18 Aug 2016   Thursday   

কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে বৃহস্পতিবার শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি সামশুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগ সহ সভাপতি রুহুল আমিন।

 

বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি জাহিদ আকতার, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সহ সভাপতি সুবর্ণ ভট্রাচার্য্য, আবু তালেব চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, পবন, ছাত্রলীগ সভাপতি নুরুদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এবরামুল হক, আবদুল হাই খোকন, প্রকাশনা সম্পাদক শম্ভু বিশ্বাস, মাহবুব, আইয়ুব হোসেন, মোঃ ইলিয়াছ মিয়া, আকতার আলম, কাজী মাকছদুর রহমান বাবুল, প্রমুখ।

 

আলোচনা সভার পুর্বে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ ১ মিনিট নীরবতা পালন করা হয়।  সভা শেষে কাঙালী ভোজের আয়োজন করা হয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত