আলীকদমে জমি বিরোধে জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ৬

Published: 19 Aug 2016   Friday   

বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নে শিবাতলী পাড়ায় গেল ১৭ আগষ্ট গভীর রাতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর ও ৬জনকে আহত করার অভিযোগ উঠেছে।

 

এ সময় হামলাকারীরা বিরোধীয় জায়গার মালিক নিয়অং মার্মা ও মো. হোসেনের ২টি পরিবারের ৬ জন সদস্যকে মারধর করে। এ ঘটনায় আহতরা হলেন- নিয় অং মার্মা (৬০), মিসেস চাইনুমে মার্মা (২৫), আপ্রুচিং মার্মা (৩০), মংচেনু মার্মা (৩৫), মো. হোসেন (৪৫) ও মিসেস কুসুম বেগম (৪০)। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় জায়গা জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল সোহরাব হোসেন এবং নিয় অং মার্মাদের মধ্যে। এ নিয়ে উভয় পক্ষের মঝে মামলা-মোকাদ্দমা চলছে। উক্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ বসতঘর করে নিয়অং মার্মা ও মো. হোসেনের পরিবার বসবাস করে আসছে। উক্ত জায়গাটি ১৯৮০-৮১ সালে নিয়অং মার্মার শুশুর মৃত উথোয়াইচিং মার্মা বন্ধোবস্তী লাভ করে। ২২৭নং তৈন মৌজার ৩১৯ ও ৩৩৮ নং হোল্ডিং ২টি ওয়ারিশ সূত্রে মালিক নিয়অং মার্মার স্ত্রী উসাইন্দা মার্মানী।

 

স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন জানান, সোহরাব হোসেন ও তার ভাইয়েরা নিয় অং মার্মা ও মো. হোসেন পরিবারের বাড়ি ঘর ভাংচুর করেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন তাকে অভিযোগ করেছেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ বাসিন্দারা এ ঘটনার জন্য সোহরাব হোসেনকে দায়ী করছেন।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত থানায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওযা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত