অবৈধভাবে বসবাসের অভিযোগে রাঙামাটিতে আটক মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি(৬৫)-এর বিরুদ্ধে শনিবার রাঙামাটি কতোয়ালী থানায় অবৈধ অনুপ্রবেশ আইন এবং বৈদেশিক মুদ্রা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাঙামাটি তাকে জেলা আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গোপণ সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গেল শুক্রবার রাঙামাটির সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার শান্তিরত্ন বৌদ্ধ বিহারে অবৈধভাবে বসবাসের অভিযোগে মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-কে আটক করে। এসময় আটক বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে একটি মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, মিয়ানমারের ১লাখ ৪০ হাজার মুদ্রা, একটি বাংলাদেশী জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ৫ হাজার বাংলাদেশী টাকা,বার্মিজ ভাষায় লিখিত ২ টি ডায়রি, একটি ফোন ইনডেস্ক, ১৬ টি বার্মিজ ভাষায় লিখিত বই, দুইটি সিডি, দুইটি ডিভিডি উদ্ধার করা হয়েছে। পরে তাকে জুরাছড়ি থানায় পুলিশের কাছে হস্তাস্তর করা হয়।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশীদ জানান, শনিবার জুরাছড়ি থানা থেকে আটক বৌদ্ধ ভিক্ষুকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে তাকে কতোয়ালী থানা কাষ্টরীতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, তিনি আট বছর পূর্বে বাংলাদেশী এক বৌদ্ধ ভিক্ষুর সাথে তিনি বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার মারমা গ্রামের বৌদ্ধ বিহারে যান। সেখানে তিনি অবস্থানের পর তার আচার-ব্যবহার সুন্দর হওয়ায় তাকে এলাকার লোকজন তাকে থাকতে দেন। অবৈধভাবে এক মিনায়নমারের নাগরিক ওই বিহারে অবস্থান করছে বলে আইন-শৃংখলা বাহিনী গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গেল শুক্রবার তাকে আটক করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.