রুমায় আগুনে ৩০ দোকান ও বসতঘর ভস্মিভূত

Published: 20 Aug 2016   Saturday   

বান্দরবানের রুমা উপজেলায় আগুনে কাচা-পাঁকা ঘরবাড়ি ও দোকানসহ ৩০টি স্থাপনা পুড়ে গেছে। শনিবার দুপুর ১টায় রুমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

 

স্থানীয় ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রুমা বাজার এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তে ছড়িয়ে পড়া আগুনে কাচা-পাঁকা ঘরবাড়ি ও দোকান মিলে ৩০টি স্থাপনা পুড়ে ছায় হয়ে যায়। খবর পেয়ে জেলা সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট, রুমা থানা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্ঠায় রুমা উপজেলা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

তবে আনুমানিক প্রায় দেড় কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত