রাঙামাটিতে স্কাউটসদের জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Published: 23 Aug 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে স্কাউটসদের জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী র‌্যালী ও  আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা স্কাউটস-এর  যৌথ উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোঃ সামসুল আরেফিন। জেলা স্কাউটস এর সহ-সভাপতি  ও অতিরিক্ত জেলঅ প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, জেলা স্কাউটস এর সহ-সভাপতি রনতোষ মল্লিক, সম্পাদক ইলিয়াছ আযম আশরশফ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভার আগে জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন বিদ্যালয়ের  কাব, স্কাউট, গালর্স গাইড সদস্য এবং শিক্ষক গন র‌্যালিতে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক  এবং অভিভাবকদেরও সজাগ থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত