তিন পার্বত্য জেলায় রোববার সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠন

Published: 03 Sep 2016   Saturday   

পার্বত্য ভূমি কমিনের সংশোধনী আইন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে রোববার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠন।

 

শনিবার রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হরতাল সমর্থনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান  এ্যাডভোকেট পারভেজ খান। 

 

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদের মহাসচিব আলম খান, রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মো. আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি আফসার হোসেন রনীসহ পাঁচ সংগঠনের নেতারা। এছাড়া সংবাদ সন্মেলনে টেলিফোনে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন বিএনএফ চেয়ারম্যান ঢাকা গুলশানের সংসদ সদস্যা আবুল কালাম আজাদ,  ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমদ খান ভাসানী। 

 

পাঁচ বাঙ্গালী সংগঠনগুলো হল , পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

 

সংবাদ সন্মেলনে সংশোধিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদের ষড়যন্ত্র  করা হচ্ছে অভিযোগ করে নেতৃবৃন্দ অনুষ্ঠিত পার্বত্য ভূমি কমিশনের বৈঠক বাতিল করে সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত