রোববার রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক

Published: 03 Sep 2016   Saturday   

পার্বত্য  চট্টগ্রামের ভূমি সমাস্যা সমাধানের লক্ষে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধনী-২০১৬) আইনের আলোকে রোববার রাঙামাটিতে বৈঠক বসছে। এই আইন সংশোধনের পর এটাই কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

কমিশনের একটি সূত্র জানায়,পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী-২০১৬) আইনের গেজেট আকারে প্রকাশের পর এই কমিশনের আজ রোববার প্রথম বৈঠক  রাঙামাটিতে বসছে। রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে বৈঠকে পার্বত্য ভূমি ককমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু)। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও তিন সার্কেল চীফ।

 

সূত্র জানায়, ভূমি কমিশনের সংশোধিত আইনের  আলোকে কমিশনের প্রথম বৈঠকে কিভাবে পুনরায় কাজ শুরু করবে সে বিষয়ে আলোচনায় স্থান পাবে। এছাড়াও কমিশনের বাজেট বরাদ্দ ও লোকবল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

এদিকে, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক শনিবার রাঙামাটিতে পৌছেছেন।

 

উল্লেখ্য, গত ১ আগস্ট ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে সই করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত