খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম বাদল মিয়া(৪১)। এসময় তার স্ত্রী কুলসুম বিবিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের অনাথ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের অনাথ আশ্রম এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপি’র সদস্য বাদল মিয়া চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতন। সোমবার সকালে চা দোকান বন্ধ দেখে স্থানীয় লোকজন দরজা খুলে দেখে গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে। পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী কুলসুম বিবি। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অবস্থায় পড়ে থাকা কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। পুলিশের ধারণা, ঘটনার আগে দুর্বৃত্তরা তাদের নেশা জাতীয় কিছু খাইনো হয়েছে। তবে নিহতের স্ত্রী জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল মিয়া দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিএনপি`র নেতা বাদল মিয়ার হত্যাকাণ্ডে নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদয়াটনের জন্য পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.