লামায় জামায়াতের আমিরসহ ৪ শিবির নেতা-কর্মী আটক

Published: 06 Sep 2016   Tuesday   

বান্দরবানের লামা উপজেলায় মঙ্গলবার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির প্রভাষক আব্দুল মোনায়েম(৫০)-সহ ৪জনকে আটক করেছে। বর্তমানে এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জনিয়েছে। 

 

একাধিক সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে লামা লামার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির প্রভাষক আব্দুল মোনায়েম ছাড়াও ইব্রাহিম কাজী(৩৮) পিতা- মৃত আবুল বাশার, নুর জামাল(৫৩) পিতা- মৃত আলী হোসেন ও মারুফ জোয়ারদার(২৩) পিতা- আজগর আলীকে আটক করে। এর মধ্যে আটক আব্দুল মোনায়েম জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী সরকারী ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক। অন্যান্যরা জামায়েত ও শিবিরের সমর্থক, সাবেক ও বর্তমান নেতা।


এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, অভিযান চলমান রয়েছে। এই মুহুর্তে কয়জন আটক হয়েছে বা তাদের এই মুর্হূতে কোন তথ্য দেয়া যাচ্ছে না। পরে জানিয়ে দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত