লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস পালিত

Published: 09 Sep 2016   Friday   

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটির লংগদুতে পালিত হয়েছে পাকুয়াখালী ট্রাজেডি তথা ৩৫ কাঠুরিয়া হত্যা দিবস।


পার্বত্য ছাত্র পরিষদ ও পার্বত্য সম অধিকার আন্দোলনের উদ্যোগে উপজেলা সদরের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন বাঙ্গালী নেতা এডভোকেট আবছার আলী, সাব্বির আহম্মেদ, নাসির উদ্দিন প্রমুখ।


এর আগে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস বা পাকুয়াখালী ট্রাজেডি দিবস পালন উপলক্ষ্যে শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালীটি উপজেলা সদর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে উপজেলা রেষ্ট হাউজ সংলগ্ন ৩৫ কাঠুরিয়ার গণকবর জেয়ারত ও দোয়া মোনাজাতে মিলিত হয়।


সমাবেশে বক্তারা এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক বাঙ্গালীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বক্তারা এসব হত্যাকান্ডের জন্য দায়ীদের গ্রেফতার পূর্বক ফাঁসি এবং পাকুয়াখালী হত্যাকান্ডে নিহত ৩৫ কাঠুরিয়া পরিবারের পূর্নবাসনেরর দাবি জানান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর লংগদু উপজেলার পাকুয়াখালী স্থানে অস্ত্রধারীরা ৩৫ কাটূরিয়াকে  হত্যা করে। অবশ্যই নিহত পরিবারের পক্ষ  থেকে  এ ঘটনার জন্য তৎকালীন শান্তি বাহিনীকে দায়ী করেছিল। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত